যেভাবে imo তে Custom id সেট করবেন।

প্রিয় পাঠক কিভাবে আপনি আপনার imo Account এ Profile id তৌরি করবেন তো আজকে আমি আপনাদের তার সঠিক নিয়মটি দেখিয়ে দিবো। যোদি আপনি imo account এ Profile id তৌরি করেন তাহলে Facebook, instagram এর মতো সরাসরি ফোন নাম্বার সেয়ার না করে আপনি আপনার imo id Name Share করলে বন্ধুরা আপনাকে ওই নাম দিয়ে ছার্চ করলেই পেয়ে জাবে। এতে করে আপনার Privacy অনেকটা Save হবে। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই এবং imo id name কিভাবে Sate করবেন তার সম্পূর্ণ নিয়মটি দেখিয়ে দেই।

তো imo id Name Sate করার জন্য প্রথমে আপনি আপনার imo Apps এর ভিতরে প্রবেশ করবেন তারপর উপরে Profile icon এ ক্লিক করবেন।
imo
Profile icon এ ক্লিক করার পর নিচে Screenshot এ দেখানো মার্ক করা জায়গায় ক্লিক করবেন।
এবার আপনি Copy এবং Edit লেখা দেখতে পাবেন এবং আপনি Edit লেখার উপরে ক্লিক করে দিবেন।
imo apps premium
Edit লেখার উপর ক্লিক করলেই ঠিক নিচের Screenshot এর মতো Show করবেন। তারপর আপনি Change imo id লেখার উপর ক্লিক করবেন
imo id change
Change imo id লেখার উপরে ক্লিক করলেই আপনি Custom imo id সেট করার অপশন দেখতে পাবেন। এবার আপনি Just আপনার ইচ্ছা মতো Custom Name লিখে দিয়ে উপরে টিক চিহ্ন তে ক্লিক করে দিবেন। ঠিক চিহ্ন তে ক্লিক করলেই আপনার কাজ সেষ হয়ে জাবে এবং আপনার একটি imo Custom id সেট হয়ে যাবে।
এখন থেকে কেউ যোদি আপনার imo Number চায় তাহলে সরাসরি আপনি আপনার নাম্বার না দিয়ে imo id দিয়ে দিবেন। এবং ঠিক নাম্বারের মতোই আপনার Custom Name লিখে imo তে ছার্চ করলে আপনার imo id পেয়ে যাবে।
তো এভাবেই আপনি খুব সহযেই imo id name সেট করতে পারবেন জাস্ট ৩০সেকেন্ডের ভিতরে।