ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করার নিয়ম।

ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ
আমরা জারা নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকি তাদের মধ্যে ৮৫% মানুষ ফেসবুকে নিয়মিত ভিডিও দেখে থাকি তো এই ফেসবুকে ভিডিও দেখার সময় আমরা অনেকে একটা সমস্যার সম্মুখীন হই সেটা হলো ভিডিও অটো প্লে হয়ে যায় মানে ভিডিও প্লে না করলেও অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায়। তো আজকে আমাদের দেখাবো ফেসবুকের ভিডিও অটো প্লে কিভাবে বন্ধ করবেন ও তার সঠিক নিয়ম।

তো ফেসবুকের ভিডিও অটো প্লে বন্ধ করার জন্য প্রথমে আপনি উপরে Profile আইকন এ ক্লিক করবেন। তারপর একটু নিচে আসলে আপনি Settings & Privacy লেখা দেখতে পাবেন আপনি Just - Settings & Privacy লেখার উপরে ক্লিক করবেন।
Settings & Privacy তে ক্লিক করার পর Profile Settings এর উপরে ক্লিক করবেন।
এবার আপনি Media And Contacts এর উপর ক্লিক করবেন।
Media And Contacts এর উপর ক্লিক করলেই দেখবেন Autoplay নামে একটা অপশন চলে আসবে তারপর আপনি Autoplay এর উপর ক্লিক করবেন।
এবার আপনি ৩টি অপশন দেখতে পাবেন এবং এখান থেকে আপনি Never Autoplay Videos লেখার উপর ক্লিক করে দিবেন। 
ব্যস কাজ সেষ এখন থেকে আর ফেসবুকে ভিডিও দেখার সময় ভিডিও অটো প্লে আর হবেনা।
তো আশাকরি আজকের পোস্টি আপনার কাছে ভালো লাগছে যোদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাজে সেয়ার করে দিবেন।